ভারতের প্রধান শেয়ার বাজার সূচক নিফটি৫০ এবং সেন্সেক্স আগামী ৩১ মার্চ ২০২৫ (সোমবার) ঈদ-উল-ফিতর উপলক্ষে বন্ধ থাকবে। এইদিন শেয়ার বাজারের অন্যান্য সেগমেন্ট, যেমন ইক্যুইটি ডেরিভেটিভস এবং সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বোরোইং (SLB)-এও কোনো ট্রেডিং হবে না। (India Share Market Holidays 2025)
ঈদ-উল-ফিতর মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা রমজান মাসের শেষে এবং সাওয়াল মাসের প্রথম তিন দিনে উদযাপিত হয়। ইসলামী ক্যালেন্ডার চন্দ্রনির্ভর হওয়ায়, ঈদ-উল-ফিতর প্রতিবছরই বিভিন্ন ঋতুতে পড়ে।
আগের সেশনের সাপ্তাহিক প্রতিবেদন India Share Market Holidays 2025
গত শুক্রবার, ২৮ মার্চ ২০২৫-এ, ভারতের শেয়ার বাজারের সূচকগুলি ঋণাত্মক অঞ্চলে বন্ধ হয়েছে। সেন্সেক্স ১৯১.৫১ পয়েন্ট নেমে ৭৭,৪১৪.৯২-এ পৌঁছেছে, যা ০.২৫ শতাংশ কম। অপরদিকে, নিফটি৫০ ৭২.৬০ পয়েন্ট কমে ২৩,৫১৯.৩৫-এ শেষ হয়, যা ০.৩১ শতাংশের পতন।
ব্রডার মার্কেট সূচকগুলি নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ যথাক্রমে ০.৩২ শতাংশ এবং ০.১৫ শতাংশ কমে শেষ হয়েছে। তবে, এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, সেন্সেক্স এবং নিফটি৫০ দুটোই ২০২৫ অর্থবর্ষে প্রায় ৫ শতাংশ উন্নতি করেছে। পাশাপাশি, নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচকগুলিও যথাক্রমে ৫.৪ শতাংশ এবং ৭.৪৮ শতাংশ বৃদ্ধি দেখেছে।
শেয়ার বাজারের সময়সূচী India Share Market Holidays 2025
ভারতীয় শেয়ার বাজারে ট্রেডিংয়ের সময় সাধারণত সোমবার থেকে শুক্রবার, সকাল ৯:১৫ AM থেকে ৩:৩০ PM পর্যন্ত। প্রতিদিনের প্রি-ওপেন সেশন সকাল ৯:০০ AM থেকে ৯:১৫ AM পর্যন্ত চলবে। শনিবার এবং রবিবার শেয়ার বাজার বন্ধ থাকে।
২০২৫ সালের শেয়ার বাজার ছুটির ক্যালেন্ডার India Share Market Holidays 2025
২০২৫ সালে শেয়ার বাজার মোট ১৪টি ছুটির দিনে বন্ধ থাকবে, এর মধ্যে উল্লেখযোগ্য ছুটিগুলি হলো:
৩১ মার্চ (সোমবার) ঈদ-উল-ফিতর।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) শ্রী মহাবীর জয়ন্তী।
১৪ এপ্রিল (সোমবার) ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী।
১৮ এপ্রিল (শুক্রবার) গুড ফ্রাইডে।
১ মে (বৃহস্পতিবার) মহারাষ্ট্র দিবস।
আগামী আগস্ট মাসে শেয়ার বাজার বন্ধ থাকবে ১৫ আগস্ট (শুক্রবার) স্বাধীনতা দিবস এবং ২৭ আগস্ট (বুধবার) গণেশ চতুর্থী উপলক্ষে। অক্টোবর মাসে ২ অক্টোবর (বৃহস্পতিবার) মহাত্মা গান্ধী জয়ন্তী / দুশেরা, ২১ অক্টোবর (মঙ্গলবার) দীপাবলি লক্ষ্মী পূজন এবং ২২ অক্টোবর (বুধবার) দীপাবলি – বালিপ্রতিপদা উপলক্ষে শেয়ার বাজার বন্ধ থাকবে।
এছাড়া, ৫ নভেম্বর (বুধবার) প্রাকাশ গুরুপূর্ব (শ্রী গুরু নানক দেব) এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টমাস উপলক্ষেও শেয়ার বাজার বন্ধ থাকবে।
এভাবেই ২০২৫ সালের ছুটি এবং শেয়ার বাজার বন্ধ থাকার দিনগুলির তালিকা প্রকাশিত হয়েছে।
Business: Indian share markets, Nifty50 and Sensex, will remain closed on March 31, 2025, due to Eid-ul-Fitr. No trading in segments like equity derivatives or SLB. Learn about stock market holidays, weekly updates, and trading hours.